বাংলাদেশের ক্রিকেট মহলে একটা প্রচলিত গুঞ্জন, হাথুরুর প্রিয় ছাত্র সৌম্য সরকার। মূলত ২০১৫ বিশ্বকাপের সময় সৌম্যের ব্যাটিং মনে ধরে টাইগার কোচের। এরপর থেকেই হাথুরুর ভরসার খাতায় নাম লেখান সৌম্য।
এরপর পার হয়ে গেছে কয়েক বছর। এর মধ্যে ফর্ম হারিয়েছেন সৌম্য সরকার। একই সময়ে প্রথম দফার পর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব ফিরেছেন টাইগার হেড মাস্টার। আর ফিরেই প্রিয় ছাত্রকে ফর্মে ফেরাতে সুযোগ দিচ্ছেন হাথুরু। তবে, বারবার ব্যর্থ হওয়া সৌম্যই কেন ঘুরেফিরে একাদশে? ব্যখ্যা দিলেন হেড কোচ।
হাথুরু বলেন, 'আমাদের এমন একজন প্রয়োজন যে ব্যাট বল দু'টোই করতে পারে। সাকিব আল হাসান এখানে না থাকার কারণে সৌম্যকে সুযোগ দেয়া হয়েছে। বাংলাদেশ দলকে সাকিব ১৭ বছর ধরে সার্ভিস দিয়ে আসছে। তার সাথে সমন্বয় করার মতো কেউ নেই। এ জায়গায় দলের ভারসাম্য রাখতে সৌম্যের প্রয়োজন, সেজন্য তাকে দলে নেয়া।'
প্রথম ম্যাচে বারাবার বৃষ্টি বাধায় পরিকল্পনা সাজাতে বেগ পেতে হয়েছে টিম ম্যানেজমেন্টের। তবে, এবারের ভেন্যু নেলসনে আবাহওয়া দেখাচ্ছে ভিন্ন কিছু। দ্বিতীয় ওয়ানডেতে খুব একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এমনটা ধরেই এগুচ্ছে বাংলাদেশ।
প্রধান কোচ বলেন, 'আজ ভালো রোদ আছে। আশা করি আগামীকালও তা থাকবে। আমরাও সেভাবে পরিকল্পনা সাজাচ্ছি।'
নেলসনে বরাবরাই ব্যাটিং সহায়ক উইকেট হয়ে থাকে। এই মাঠেই ২০১৫ বিশ্বকাপের স্কটল্যান্ডের দেয়া ৩১৯ রানের লক্ষ্য তাড়া করে জেতে বাংলাদেশ। আর দ্বিতীয় ওয়ানডের আগেও এমন হাই স্কোরিং ম্যাচ হবে বলেই বিশ্বাস টাইগার হেড কোচের।
হাথুরু বলেন, 'এখানে আমাদের কয়েকটি ম্যাচ হয়েছে। আমার মনে আছে ২০১৫ সালে এ মাঠেই বড় রান করে জিতেছিল বাংলাদেশ। ব্যাটিং এর জন্য এ উইকেটটি দারুণ। ভালো রানের আশা করা যায়।'
প্রথম ম্যাচে ভালো শুরুর পরও তা ধরে রাখতে পারেনি সফররত বাংলাদেশ। তবে ভুলগুলো সুধরে দ্বিতীয় ওয়ানডেতে তা কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতে চায় শান্ত, লিটনরা।