নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে সিরিজ জয় তো দূরের কথা এতোদিন এই ফরম্যাটে জয়ের দেখই পায়নি টাইগাররা। এমনকি এই হারের আগে নিজেদের মাটিতে টানা ১৭টি জয় ছিলো স্বাগতিকদের।
নেপিয়েরে কিউইদের লক্ষ্যটা ছিলো জয়ের সংখ্যাটা বাড়ানো। তবে টাইগাররা সেটা আর হতে দেয়নি। নিউজিল্যান্ডের দেয়া লক্ষ্যটা ছিল খুবই মামুলি। তবে, বাংলাদেশের ব্যাটিং বলে কথা। স্বল্প রান কখনও বড় হয়ে ওঠে তাদের সামনে। তাই ৯৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমেও সাবধানী বিজয়-সৌম্য। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সৌম্য এদিন ইনজুরির কারণে দলীয় ১৫ রানে মাঠ ছাড়ে।
তবে এদিন সাবলীল ছিলেন ওয়ান ডাউনে নামা শান্ত। বিজয়কে নিয়ে জয়ের দিকেই এগোতে থাকেন টাইগার অধিনায়ক। দলীয় ৮৪ রানে বিজয় আউট হলেও জয়টা তখন কাছেই। আর তা করে ফেলতে নিজের ফিফটিও তুলে নেন শান্ত।
এর আগে টাইগারদের বোলিংটাও দুর্দান্ত হয়। সুইং, পেস, বাউন্স সবকিছুরই দেখা মেলা নেপিয়েরে। দলীয় ১৬ রানে রাচিনকে আউট করে টাইগারদের প্রথম সাফল্য পান তানজিম সাকিব। এরপর ব্যাটিংয়ে নামা হেনরিকেও ফেরান তানজিম। দিনটি যে শুধু টাইগার পেসারদের শরিফুলও তার প্রমাণ দেন।
এদিন বল হাতে জ্বলে ওঠেন সৌম্য সরকার। শেষদিকে একাই কিউই ব্যাটিংয়ে ধস নামান তিনি। আর তাতেই বেশিদূর এগোতে পারেনি নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে সৌম্য, শরিফুল আর সাকিব তিনটি করে উইকেট নেন।