ক্রিকেট
এখন মাঠে
0

মুশফিকের আগেও ৭ ক্রিকেটার হয়েছেন এমন অদ্ভুতুরে আউট

শাহনুর শাকিব

প্রথম বাংলাদেশি হিসেবে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউটের শিকার হয়েছেন মুশফিকুর রহিম। তার এমন অদ্ভুতুড়ে আউট টেস্ট ক্রিকেটে অষ্টম।

কিউই পেসার কাইল জেমিসনের বলটা ডিফেন্স করার পর মুশফিক যা করলেন, তার মাধ্যমে ইতিহাসের পাতায় নাম লেখালেন এই ব্যাটার। এমন ইতিহাসের অংশ নিশ্চয়ই হতে চাননি অভিজ্ঞ মুশি। কারণ হাত দিয়ে বল আটকে যে আউটের শিকার হয়েছেন তিনি। এর নাম অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট। প্রথম বাংলাদেশি হিসেবে এমন অদ্ভুতুড়ে আউটের শিকার হয়েছেন মুশফিকুর রহিম।

টিভি রিপ্লাইতে স্পষ্ট দেখা যাচ্ছে যে, ডিফেন্স করার পর বল স্টাম্পের কতোটা বাইরে। কিন্তু অহেতুক হাত দিয়ে বল স্পর্শ করলেন তিনি। দেড়যুগ ধরে আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ক্রিকেটারের এমন আউট সম্পর্কে অজানা থাকার কথা নয়। তাহলে দলের ব্যাটিং বিপর্যয়ের সময় কেন এই ধরনের ভুল।  

উইকেটে সেট হওয়া অভিজ্ঞ এই ক্রিকেটারের কাছে দলের চাহিদা যখন অনেক তখনই তার এমন দায়িত্বজ্ঞানহীন আউট! মিরপুর টেস্টের প্রথমদিনে দলও আর বেশিদূর এগুতে পারেনি।

এর আগে টেস্ট ক্রিকেটে এমন অদ্ভুতুড়ে ঘটনা ঘটেছে ৭ বার। আর সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এমন আউট হয়েছে ১১ বার। সেই তালিকায় নাম আছে স্টিভ ওয়াহ, মহিন্দর অমরনাথ, মাইকেল ভনদের মতো কিংবদন্তীদের। তারাও এমন ভুল করেছেন জেনে একটু সান্ত্বনা পেতেই পারেন মুশফিকুর রহিম।

আগে এই আউটের নাম ছিলো হ্যান্ডলিং দ্য বল আউট। ২০১৭ সালে হাত দিয়ে বল আটকানোকে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের আইনে অন্তর্ভুক্ত করে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা।

এসএস