আগের আসরের বকেয়া পারিশ্রমিক এখনো পাননি খুলনা টাইগার্সের কোচ তালহা জুবায়ের

খুলনা টাইগার্সের সাবেক কোচ তালহা জুবায়ের
খুলনা টাইগার্সের সাবেক কোচ তালহা জুবায়ের | ছবি: এখন টিভি
0

দরজার কড়া নাড়ছে আরও এক বিপিএল। ফিক্সিংয়ের কানাকানি আর পারিশ্রমিক বিতর্ক ঠেকিয়ে রাখতে দৌড়ঝাঁপ চলছে ক্রিকেট বোর্ডে। তবে এখনো পারিশ্রমিক বকেয়া আছে আগের আসরের দল খুলনা টাইগার্সের। দলটির হেডকোচের পদে থাকা তালহা জুবায়ের এখন টিভিকে জানালেন সেই তথ্য।

এক যুগের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত আসর বিপিএল ২০২৫। খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে জটিলতা আগেই ছিল সঙ্গী। সেই সঙ্গে টিম হোটেলের বকেয়া, ফিক্সিংয়ের গুঞ্জন আর ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যাংক গ্যারান্টি না থাকা সব মনোযোগ নিয়ে গিয়েছিল মাঠের বাইরের নানা কাণ্ডে। লভ্যাংশ শেয়ারসহ নানা আশ্বাস আর সান্ত্বনার কথা শুনিয়ে বিতর্ক চাপা দেয়ার প্রচেষ্টাও ছিল চোখে পড়ার মতো।

আরও একটা বিপিএল যখন দোরগোড়ায়, তখনই সবশেষ বিপিএল নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন জাতীয় দলের সাবেক পেসার এবং ঘরোয়া ক্রিকেটের পরিচিত কোচ তালহা জুবায়ের। এখন টিভির সঙ্গে সাক্ষাতকারে জানালেন, বিলুপ্ত হওয়া খুলনা টাইগার্স দলে এখনও আছে পারিশ্রমিক জটিলতা। দলে থাকা দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটার আর দেশি পেসার মুশফিক এখনো পাননি প্রাপ্য পারিশ্রমিক।

খুলনা টাইগার্সের সাবেক কোচ তালহা জুবায়ের বলেন, ‘কিছু ফরেন প্লেয়ার আমাকে ফোন দিচ্ছে যে তারা টাকা পায়নি। আমোদের মুসফিকের কিছু টাকা বাকি আছে। আমরা শেষ বছর এসে এসব জটিলতার মুখোমুখি হচ্ছি’।

আরও পড়ুন:

পারিশ্রমিক বিতর্কের মুখে প্রতিবছরই ক্রিকেট বোর্ডকে এগিয়ে আসতে হয় ধুঁকতে থাকা বিপিএলের অবশিষ্ট সুনাম ধরে রাখতে। তালহা জুবায়েরের মন্তব্য, এমন জটিলতা বিপিএলের ইমেজকেই সংকটে ফেলছে বারবার।

তালহা জুবায়ের আরও বলেন, ‘যখন পেমেন্ট ইস্যু থাকে তখন ওয়ার্ল্ড ওয়াইড সবাই জানে বিপিএলের পেমেন্ট সিস্টেম ভালো না। এ বিষয় অবশ্যই আমাদের ডাউন করে। প্লেয়াররা চার পাঁচটি ম্যাচ খেলার পরই কোচের কাছে বা ম্যানেজারের কাছে জিজ্ঞাসা করে আমাদের পেমেন্ট কবে হবে।’

ঘরোয়া ক্রিকেটের পরিচিত কোচ তালহা বিশ্বাস করেন, শুরুর পর এক যুগ পেরিয়ে গেলেও বিপিএলের ব্র্যান্ডিংটাই ঠিকমতো করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তালহা জুবায়ের বলেন, ‘বিপিএলকে আমরা আরও স্ট্রাকচারলি গোছাতে পারতাম। আমরা ক্রিকেটকে এখনও ব্র্যান্ডিং করতে পারিনি আমার মনে হয়’।

নতুন আসরে নতুন মালিকানা আর নাম নিয়ে মাঠে গড়াবে বিপিএল। জৌলুশ ফেরাতে ফিরে আসছে নিলামের পদ্ধতি। কিন্তু, বিলুপ্ত হয়ে যাওয়া খুলনা টাইগার্স দলের পারিশ্রমিক জটিলতা মেটানোর দায় কে নেবেন, সেটাও এক বড় প্রশ্ন হিসেবেই থেকে যায়।

এফএস