মুসলিম বিশ্বের সর্ববৃহৎ মিলনমেলা পবিত্র হজের দিনক্ষণ এগিয়ে আসছে। প্রস্তুতি নিখুঁত করার লক্ষ্যে সৌদি আরবের মদিনায় হজ ও ওমরাহ কনফারেন্সে অংশ নিয়েছে বাংলাদেশসহ বিশ্বের ১১৬টি দেশ। গত সোমবার এ কনফারেন্সের উদ্বোধন করেন মদিনার আমির সালমান বিন সুলতান বিন আব্দুল আজিজ।
কনফারেন্সে সৌদি সরকারের আমন্ত্রণে অংশ নিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) প্রতিনিধি দল। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় সভায় আসন্ন হজে বাংলাদেশি হাজিদের মক্কা-মদিনায় আবাসন সংকট নিরসন, মিনা-মুজদালিফায় তাঁবু সমস্যার সমাধান নিয়ে আলোচনা হয়েছে বলে জানান হাব সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম।
হাজিরা সৌদি আরবে পৌঁছাতে শুরু করার আগেই সম্ভাব্য সমস্যার সমাধান নিশ্চিতের আশ্বাস দেয় দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। বাংলাদেশ থেকে চলতি বছর হজে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন মুসল্লি অংশ নেবেন।