আন্তর্জাতিক বাণিজ্য
0

সাপ্লাই চেইন কনফারেন্সে ২২০ কোটি ডলার বিনিয়োগ পেল সৌদি

সৌদি আরবের রিয়াদে গতকাল শেষ হয়েছে সাপ্লাই চেইন অ্যান্ড লজিস্টিক কনফারেন্স। এতে মোট ৯১টি চুক্তি স্বাক্ষর এবং নতুন ২২০ কোটি ডলারের বিনিয়োগ পেয়েছে দেশটি।

সৌদি আরবের ভিশন ২০৩০ এর সঙ্গে মিলে রেখে সৌদি পরিবহন এবং লজিস্টিক মন্ত্রী সালেহ আল-জাসেরের পৃষ্ঠপোষকতায় দুদিনের এই কনফারেন্স আয়োজিত হয়েছে। এতে সৌদি তাদের নিজস্ব সরবরাহ চেইন, লজিস্টিক সক্ষমতা উন্নত করার পাশাপাশি নতুন বিনিয়োগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে।

সাপ্লাই চেইন অ্যান্ড লজিস্টিক কনফারেন্সটিতে দেশটির মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় ও আন্তর্জাতিক কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

তারা মূলত সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং লজিস্টিকসের ক্ষেত্রে নতুন সব ট্রেন্ড সম্পর্কে আলোচনা করেন। এরই সঙ্গে কনফারেন্সটিতে ৬৫টি কোম্পানি নিয়ে প্রদর্শনী এবং সাপ্লাই চেইন অপারেশন সম্পর্কিত ৮টি কর্মশালাও অনুষ্ঠিত হয়েছে।

কনফারেন্সের অন্যতম আকর্ষণ ছিল ইনোভেশন অ্যান্ড অন্ট্রাপ্রেনিউরশিপ কর্নার। যেখানে সৌরশক্তিচালিত গাড়ি ও ই-কমার্স লজিস্টিকের প্লাটফর্মের মতো প্রযুক্তি প্রদর্শন করা হয়।

বৈশ্বিক প্রতিযোগিতামূলক বাজারে সৌদির সাপ্লাই চেইন ও লজিস্টিকস সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে আলোচনা সেশন অনুষ্ঠিত হয়। যার মধ্যে ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা, ডাটা অ্যানালিটিক্স এবং ডিজিটাল উদ্ভাবন মতো আলোচিত বিষয়।

এছাড়া লজিস্টিক সেবা উন্নত করার জন্য সৌদি আরবের সড়ক নেটওয়ার্কের গুরুত্ব নিয়েও আলোচনা করা হয় সেখানে। মূলত কনফারেন্সটির লক্ষ্য ছিল সৌদি আরবকে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপকে সংযুক্ত করে একটি গ্লোবাল লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলা।

এএম