ফুরিয়ে আসছে দেবী দুর্গার মর্তে থাকার সময়। কারণ আগামীকালই স্বামীগৃহে ফিরে যাবেন এ দুর্গা দুর্গতিনাশিনী। শেষ সময়ে শাপলা সালুক আর বলিদানের মাধ্যমে দেবীর শেষ বন্দনায় ব্যস্ত ভক্তরা।
রাজশাহীজুড়ে ৪৬২টির বেশি পূজামণ্ডপ। কোনোটি মহাদেবের কল্যাণ ও অশুভ নাশের থিমে তো কোনোটায় মা দেবী দুর্গার সৃষ্টির ও শান্তি প্রতীককে প্রাধান্য দিয়ে তৈরি।
আরও পড়ুন:
মণ্ডপগুলো সকাল থেকে পূজা-অর্চনা, অঞ্জলি দান, ভোগ আরতি ও অর্ঘদানের মধ্য দিয়ে মুখরিত হয়ে ওঠে ভক্তদের প্রার্থনায়। সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী আজ কালির রূপ ধারণ করে মহিষাসুরকে বধ করে।
মহানবমীর পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকভাবে সমাপনী হবে। এ দিন জগতের সব অশুভ শক্তির বিনাশ চেয়ে প্রার্থনা করেন ভক্তরা, ঘোরেন এক মন্দির থেকে আরকেটায়। দেবী বন্ধনা, পূজা-অর্চনার মধ্য দিয়ে সব বয়সি অংশগ্রহণে চলছে শারদীয় দুর্গা উৎসবের মহানবমী।





