দুর্গাপূজা সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে: ফারুক ই আজম

উপদেষ্টা ফারুক ই আজম
উপদেষ্টা ফারুক ই আজম | ছবি: সংগৃহীত
0

অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। তিনি বলেন, ‘দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।’ গুজবে কান না দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

আজ (বুধবার, ১ অক্টোবর) সকালে চট্টগ্রামে নগরীর চট্টেশ্বরী দুর্গোৎসবের পূজা পরিদর্শন করেন উপদেষ্টা। এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন পূজা উদযাপন কমিটি।

আরও পড়ুন:

বক্তব্যে উপদেষ্টা ফারুক ই আজম সামাজিক যোগাযোগমাধ্যমের যেকোনো তথ্য যাচাই ছাড়া বিশ্বাস না করার আহ্বান।

প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘এবারের পূজা আনন্দঘন পরিবেশে ও নির্বিঘ্নভাবে উদযাপিত হচ্ছে।’ এজন্য সকলকে ধন্যবাদ জানান উপদেষ্টা।

সেজু