তিস্তার তীরে সম্ভাবনার ইশতেহার ঘোষণা আখতার হোসেনের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন | ছবি: এখন টিভি
0

সংকটময় তিস্তা নদীর তীরে সম্ভাবনার ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেন।

আজ (শনিবার, ৩১ জানুয়ারি) দুপুরে রংপুরের তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে এ ইশতেহার ঘোষণা করেন ১১ দলীয় জোটের কাউনিয়া-পীরগাছা আসনের এগারো দলীয় জোটের এ প্রার্থী।

এ ইশতেহারে শিক্ষা, স্বাস্থ্য, বৈদেশিক কর্মসংস্থান, তিস্তা মহাপরিকল্পনা, কুঠির শিপ্ল ও পাটপণ্যভিত্তিক অর্থনীতি গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। আখতার হোসেন বলেন, ‘নদীর তীরে গড়ে ওঠা সভ্যতা আজ সংকটময়, সেই সংকটে সম্ভাবনায় রুপ দিতে তিস্তাকে উত্তরের লাইফলাইন হিসেবে গড়ে তুলতে চাই।’

আরও পড়ুন:

নির্বাচিত হলে নরমাল ডেলিভারি নিশ্চিত করতে আলাদা সেন্টার স্থাপন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্যসেবা বেগবান করা ছাড়াও কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমন্বয় করবেন বলে জানান তিনি।

এছাড়া সরকারি বরাদ্দের অর্থ ও ব্যায়ের খাত প্রদর্শনের বিলবোর্ড স্থাপন করার ঘোষনাও দেন এনসিপির এ প্রার্থী।

এসএইচ