পরে সেখান থেকেই পদযাত্রা শুরু হয়। সাংবাদিকদের আসিফ মাহমুদ বলেন, শহিদ ইশমামুল হকরা যে কারণে জীবন দিয়েছেন, আগামী নির্বাচনের মাধ্যমে সেই স্বপ্নের বাস্তবায়ন হবে।
আরও পড়ুন:
এসময় যুবশক্তি কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন, চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জুবায়ের হাসান আরিফ, লোহাগাড়া উপজেলা প্রধান সমন্বয়কারী জহির উদ্দিনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৫ই আগস্ট ঢাকায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় (৭ আগস্ট) মৃত্যুবরণ করে ইশমাম। সে লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের দর্জি পাড়ার মৃত নুরুল হকের দ্বিতীয় পুত্র।





