১০ টাকা কেজি চালের মতো একটি দল বিভিন্ন কার্ড ও ফ্ল্যাট দিচ্ছে: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান | ছবি: এখন টিভি
1

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘১০ টাকা কেজি চালের মতো একটি দল এখন কার্ড আর ফ্ল্যাট দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করছে।’ আজ (শুক্রবার, ২৩ জানুয়ারি) সকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এ কথা বলেন।

এসময় জামায়াতের বিরুদ্ধে বিকাশ নম্বরের বিষয়ে অভিযোগ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান দাবি করেন, ‘একটি রাজনৈতিক দল নিজেদের লোক দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ভিডিও ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে।’

নির্বাচনি প্রচারণায় জনগণের প্রত্যাশা ও বাস্তবতার কথা তুলে ধরার কথা জানিয়ে তিনি বলেন, ‘গত ৫৪ বছরে দেশ চোরাবালিতে হারিয়ে গেছে, এখনো নারীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি।’

দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘নির্বাচনি প্রচারণায় একে অপরকে আঘাত না করে নিজ নিজ দলের কর্মসূচি জনগণের সামনে তুলে ধরা উচিত।’

পাশাপাশি বেশ কিছু এলাকায় এখনো পোস্টাল ব্যালট পৌঁছায়নি উল্লেখ করে দ্রুত ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘দীর্ঘদিনের বস্তাপচা রাজনীতি পরিবর্তনের জন্য গণভোটে হ্যাঁ ভোট প্রয়োজন।’

উত্তরবঙ্গ সফরে শুক্রবার বেলা ১১টায় পঞ্চগড়, দুপুর ২টায় দিনাজপুর, বিকেল ৪টায় ঠাকুরগাঁও এবং সন্ধ্যায় রংপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির।

এসএস