এরপর ২৩ জানুয়ারি সকালে পঞ্চগড়ে, বেলা ২টায় দিনাজপুর জেলা জামায়াত আয়োজিত স্থানীয় গোর-ই-শহীদ ময়দানে এবং বিকেল ৪টায় ঠাকুরগাঁওয়ে প্রচারণা চালাবেন তিনি।
আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির। একই দিন সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে তিনি একটি সমাবেশে যোগ দেবেন।
আরও পড়ুন:
পরে রংপুরেই রাত্রিযাপন শেষে ২৪ জানুয়ারি সকালে জামায়াত আমির জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করবেন।
ওই দিন সকাল ১০টায় গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।





