একটি মহল ‘বিষদাঁত’ লুকিয়ে রেখে রাজনীতির মাঠে সক্রিয় রয়েছে: হাবিবুন নবী

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল | ছবি: এখন টিভি
0

একটি মহল তাদের ‘বিষদাঁত’ লুকিয়ে রেখে রাজনীতির মাঠে সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। আজ (শুক্রবার, ১৬ জানুয়ারি) শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি জানান, ক্ষমতায় গেলে সেই মহল তাদের আসল রূপ দেখাবে।

হাবিবুন নবী বলেন, ‘ব্যালটের শক্তির মাধ্যমেই জনগণ এ অপতৎপরতা রুখে দেবে। দেশের মানুষ আর কোনো ষড়যন্ত্র, স্বৈরতান্ত্রিক আচরণ দেখতে চায় না।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে তারা নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে। কিন্তু দেশের সচেতন জনগণ এবার আর বিভ্রান্ত হবে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণই নির্ধারণ করবে কারা দেশ পরিচালনা করবে আর কাদের প্রত্যাখ্যান করা হবে।’

বিএনপির এ নেতা দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার আহ্বান জানান।

এসএস