ফেনীতে বিএনপির তিন প্রার্থীকে প্রশাসনের জরিমানা

ফেনী নির্বাচন অফিস
ফেনী নির্বাচন অফিস | ছবি: এখন টিভি
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফেনী জেলার কমিটিকে জরিমানা করা হয়েছে। আজ (সোমবার, ২৯ ডিসেম্বর) দুপুরে ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরডিসি মো. মনিরুজ্জামান এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, ‘ফেনী ১, ২ ও ৩ আসনের বিএনপির প্রার্থীরা মনোনয়ন জমাদানকালে একসঙ্গে পাঁচজনের অধিক লোকজন নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করায় এ জরিমানা করা হয়েছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী একসঙ্গে পাঁচজনের অধিক লোক নিয়ে প্রবেশ করেছে। এজন্য রাজনৈতিক দলকে জরিমানা করা হয়েছে। জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন জরিমানার ১৫ হাজার টাকা পরিশোধ করেন।’

ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, ‘আচরণবিধির বিষয়ে সব দলকে সতর্ক করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

এসএস