আগামী ২ জানুয়ারি বিশ্বকাপে প্রাথমিক স্কোয়াড জমা দেয়ার শেষ সময়। অস্ট্রেলিয়া কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানান ইনজুরি থাকলেও কামিন্স এবং টিম ডেভিডকে রাখা হচ্ছে স্কোয়াডে। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের আগেই দুজনে সুস্থ হয়ে স্কোয়াডে যোগ দেবেন।
এদের মাঝে কামিন্সকে নিয়েই অবশ্য দুশ্চিন্তা করতে হচ্ছে অজি কোচকে। চলতি বছর কেবলমাত্র একটি টেস্ট খেলেছেন প্যাট কামিন্স। কোমরের ইনজুরির কারণে অ্যাশেজের শেষ দুই টেস্টেও নেই তিনি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রত্যাশা, চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগেই সেরে উঠবেন কামিন্স। অন্যদিকে বিগ ব্যাশে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে গ্রেড-টু ইনজুরিতে পড়েছেন টিম ডেভিড। বিগ ব্যাশে খেলতে না পারলেও বিশ্বকাপের আগেই তিনি সেরে উঠবেন বলে জানিয়েছে টিম ফিজিও।





