নতুন ক্রিকেট লিগ চালু করবে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড
বাংলাদেশ ক্রিকেট বোর্ড | ছবি: সংগৃহীত
0

দেশের ক্রিকেটের উন্নয়নে নতুন এক ক্রিকেট লিগ চালুর কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘সোনার বাংলা পাথওয়ে’ নামের নতুন এ লিগ মাঠে গড়াবে ২০২৬ এর জানুয়ারি মাসে।

নতুন এ টুর্নামেন্টে ছয় থেকে আটটি দল থাকার কথা জানিয়েছে বিসিবি। বিপিএলের চলমান আসরে দল না পাওয়া ক্রিকেটারদের পাশাপাশি এতে থাকবেন ঢাকার প্রথম বিভাগ লিগ বর্জন করা ক্লাবগুলোর ক্রিকেটাররা।

আরও পড়ুন:

দল বাছাইয়ের সঙ্গে থাকবেন জাতীয় নির্বাচকরা। টুর্নামেন্টের দলগুলোর জন্য কোচ নির্ধারণের কাজটিও করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রাজশাহী এবং বগুড়ার স্টেডিয়ামে হবে সবকয়টি ম্যাচ।

পুরো আয়োজনের নেতৃত্বে থাকবেন বোর্ড পরিচালক ফারুক আহমেদ। নতুন এ টুর্নামেন্টের খেলোয়াড়দের বেতনের বিষয়টিও বিসিবির নিয়ন্ত্রণে থাকছে।

এসএস