‘বিএনপি সরকারের দায়িত্ব পেলে বিদ্যুৎ শ্রমিকদের উপযুক্ত পারিশ্রমিক নিয়ে কাজ করবে’

কথা বলছেন দীপেন দেওয়ান
কথা বলছেন দীপেন দেওয়ান | ছবি: এখন টিভি
0

বিএনপি সরকারের দায়িত্ব পেলে বিদ্যুৎ শ্রমিক কর্মচারীদের উপযুক্ত পারিশ্রমিকের বিষয়ে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন রাঙামাটি আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। আজ (সোমবার, ৮ ডিসেম্বর) বিকেলে রাঙামাটি শহরের ভেদভেদি বিদ্যুৎ অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দীপেন দেওয়ান বলেন, ‘আপনারা শ্রমিক কর্মচারীরা কঠোর পরিশ্রম করেন, কিন্তু শ্রমের তুলনায় আর্থিকভাবে অতি নগণ্য পারিশ্রমিক পান। যা অত্যন্ত দুঃখজনক। আমি আপনাদের বলতে পারি, অবশ্যই শ্রমিকদের উপযুক্ত পারিশ্রমিকের বিষয়ে কাজ করবে।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এবং রাঙামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি. নং-বি-১৮৮৬) রাঙামাটি জেলা কমিটি।

আরও পড়ুন:

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদুজ্জামান বাবুল বলেন, ‘পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের মানুষের এখনও মূলধারার সঙ্গে তাল মিলিয়ে জীবনমান উন্নত হয় নাই। তাই দীপেন দেওয়ানের মতো একজন নেতাকে প্রয়োজন এ অঞ্চলকে আলোকিত করার জন্য। আপনারা সবাই ধানের শীষ মার্কায় ভোট দিয়ে একজন সৎ শিক্ষিত মেধাবী রাজনৈতিক ব্যক্তির পাশে থাকবেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর-দক্ষিণ কমিটির সভাপতি এজাজ উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি গাজী আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতারা।

অনুষ্ঠানের শুরুতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

এসএস