একইদিনে নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে ৮ ইসলামী দলের নিন্দা

ইসলামী আট দলের সংবাদ সম্মেলন
ইসলামী আট দলের সংবাদ সম্মেলন | ছবি: এখন টিভি
1

জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়ন নিয়ে জাতির উদ্দেশে আজ ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভাষণে তিনি জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনের দিনই দেশে গণভোট অনুষ্ঠিত হবে। তবে তার এ বক্তব্যে নিন্দা জানিয়েছেন জামায়াত ইসলামীসহ ৮ ইসলামী দল।

প্রধান উপদেষ্টার ভাষণের ওপর আজ (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) রাতে ইসলামী আট দলের শীর্ষ নেতা বৈঠকে বসেন। প্রায় দেড় ঘণ্টার জরুরি বৈঠক শেষে তাৎক্ষণিক ব্রিফিংয়ে এসব কথা জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টার ভাষণের পর জাতি স্বস্তি পাবে। কিন্তু ভাষণ বিশ্লেষণ করলে দেখা যায় আকাঙ্ক্ষা পূরণ হয়নি। প্রধান উপদেষ্টার ভাষণ সুখকর ভবিষ্যৎ দেবে না।’

মোহাম্মদ তাহের বলেন, ‘ঐকমত্য কমিশনের দীর্ঘ নয় মাসের প্রচেষ্টা পরিপূর্ণ সফলতা লাভ করেনি। গণভোটে আগেই নির্ধারণ হওয়া দরকার কোন কোন সংস্কার জনগণ চায়। জাতীয় নির্বাচনের দিনে গণভোট হলে রাষ্ট্র সংস্কারে জটিলতা তৈরি হবে।’

এসএস