গৌরীপুরে সংঘর্ষের সময় অসুস্থ হয়ে ছাত্রদল কর্মীর মৃত্যু

সংঘর্ষে ভাঙচুর, ইনসেটে নিহত ছাত্রদল কর্মী
সংঘর্ষে ভাঙচুর, ইনসেটে নিহত ছাত্রদল কর্মী | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির প্রার্থী ইকবাল হোসেইন ও মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা আহাম্মেদ তায়েবুর রহমান হিরণের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। সংঘর্ষের সময় অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানায়। নিহতের নাম তানজিল আহমেদ আবিদ (৩০)।

নিহত তানজিল আহমেদ গৌরীপুর উপজেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেলের অনুসারী ছিলেন। তিনি গৌরীপুর পৌরসভার কৃষ্টপুর মহল্লার দেওয়ান আবুল হোসেনের ছেলে। নিহতের বাবাও জেলা উত্তর উলামা দলের সদস্য।

পুলিশ জানায়, আজ রোববার আনুমানিক বিকাল সাড়ে ৪ টার দিকে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এম ইকবাল হোসেইন এবং মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির আহ্বায়ক তায়েবুর রহমান গ্রুপের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে।

মনোনয়ন পাওয়ার পর আজ রোববার এলাকায় মোটর শোভাযাত্রা নিয়ে এলাকায় যান এম ইকবাল হোসেইন। গৌরীপুর কলেজ মাঠে বিকেলে সমাবেশ অনুষ্ঠিত হয়।

কিন্তু গৌরীপুর মধ্যবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহিলা দলের সমাবেশ ডাকে উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমানের লোকজন। সেখানেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মহিলা দলের সমাবেশের চেয়ার ও মঞ্চ ভাংচুর করা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, বেশ কয়েকটি স্থাপনা ভাংচুর ও আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

দুপক্ষের সংঘর্ষের সময় অসুস্থ হয়ে পড়লে তানজিল আহমেদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭ টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, নিহতেন শরীরে আঘাতের চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলেই স্ট্রোক করে মারা গেছে, হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়।

ময়মনসিংহ ৩ গৌরীপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বলেন, ‘আজকে আমাদের মিটিংয়ে হিরনের লোকজন ইটপাটকেল ছুঁড়লে, আমাদের কিছু লোক তাদের ধাওয়া করে। এছাড়া আমার যে ছাত্রদল নেতা মারা গেছে সে খুব ভালো ছেলে তাকে পেয়ে ওরা ধাওয়া দেয় পড়ে বারি দিলে সে পড়ে যায়। তারপর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। ডাক্তারা বলছে অসুস্থ হয়ে মারা গেছে, পোস্টমর্টেমের পর আরো বলতে পারবো।’

তিনি বলেন, ‘তবে এমন ঘটনার নিন্দা এবং দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি আমি।’ এছাড়াও আরও দুজনের অবস্থা আশংকাজনক বলেও জানান তিনি।

এদিকে এ ঘটনায় ময়মনসিংহের গৌরীপুরে বিএনপি প্রার্থী ইকবাল হোসেইনের গাড়ি বহরে হামলার ঘটনায় উপজেলা বিএনপি'র আহ্বায়ক তায়েবুর রহমান হিরণকে দলের প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার করেছে বিএনপি।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার বলেন, ‘দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার মাঝে অসুস্থ হয়ে তানজিম আহমেদ নামে একজনের মৃত্যু হয়েছে। নিহতের শরীরে প্রাথমিকভাবে আঘাতের কোনো চিহ্ন নেই। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি আপাতত স্বাভাবিক আছে।’

এএইচ