এর আগে, আজ (বৃহস্পতিবার, ৩০ অক্টোবর) বেলা ১১টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে জড়ো হন দলগুলোর নেতাকর্মীরা।
আরও পড়ুন:
নেতারা জানান, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে নভেম্বরেই গণভোট না হলে অভ্যুত্থান বিনষ্ট হবার ক্ষেত্র তৈরি হবে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, ‘ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হতে হবে। তবে এর আগে জুলাই সনদের আইনি ভিত্তি নভেম্বরের মধ্যেই দিতে হবে। সংশোধিত আরপিও আদেশ কার্যকর করতে হবে। নির্বাচনের পূর্বে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। যারা আরপিও আদেশ সংশোধন করতে চায়, জনগণ এটাকে ষড়যন্ত্র বলে মনে করে।’
জামায়াতের নারী কর্মীদের সংগঠনিক কর্মকাণ্ডে যারা বাধা দিয়েছে, তাদের গ্রেপ্তার করে লেভেল প্লেয়িং ফিল্ডের উদাহরণ সৃষ্টি করার আহ্বান জানান তিনি।





