এদিন বিকেল ৪টা থেকেই শুরু হয় আয়োজন। দলটির স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে প্রথমে রাজশাহী এবং বরিশাল বিভাগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান।
এরপর খুলনা এবং সিলেট বিভাগের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা শেষে রাতে ঢাকা বিভাগের নেতৃত্বের সঙ্গে কথা বলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
আরও পড়ুন:
এসময় বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীরা জানান, দলকে সকল ধরনের সহযোগিতা করে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রতীককে জয়যুক্ত করে গণমানুষের সেবা করাই মূল লক্ষ্য তাদের।
এসময় বিকেল থেকে রাত পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের অবস্থান ছিলো দলটির গুলশান কার্যালয়ের সামনে।





