তিনি বলেন, ‘সমগ্র বাংলাদেশে আসন ভিত্তিক সকল যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি। এটা তারই প্রক্রিয়ার একটি অংশ। আমরা একই বার্তা দিতে চাই, যাতে দলের ভেতরে ঐক্য থাকে, জাতির মধ্যে ঐক্য থাকে।’
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘যাদের সঙ্গে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনী বৈতরণী পার হতে পারি।’
গত কয়েকদিন ধরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দেশের বিভিন্ন বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হচ্ছে। সেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব আসনে একক প্রার্থীর বিষয়েও বার্তা দিচ্ছেন।
সে প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘প্রার্থীদের কাছে আমাদের বার্তা একটাই বিভেদ নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের বড় শক্তি। সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায় সেই বার্তাটা আমরা প্রার্থীদের দিচ্ছি।’





