মানুষকে ভোটকেন্দ্রে নেয়ার দায়িত্ব বিএনপিকে নিতে হবে: সেলিম ভূঁইয়া

রেলওয়ে স্টেশন চত্বরে আয়োজিত সমাবেশ
রেলওয়ে স্টেশন চত্বরে আয়োজিত সমাবেশ | ছবি: এখন টিভি
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে মানুষকে ভোটকেন্দ্রে নেয়ার দায়িত্ব বিএনপিকে নিতে হবে বলে মন্তব্য করেছেন দলটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া। আজ (শনিবার, ২৫ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সেলিম ভূঁইয়া বলেন, ‘প্রতিটি ওয়ার্ডে যেসব ভোটকেন্দ্র আছে, সেগুলোতে যেন মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে সে ব্যবস্থা আপনারা (দলীয় নেতাকর্মী) করবেন। বিগত ১৭ বছর মানুষ ভোটকেন্দ্রে যেতে পারেনি। এবার মানুষকে ভোটকেন্দ্রে নেয়ার দায়িত্ব বিএনপিকে নিতে হবে। মানুষের কাছে গণতন্ত্র ফিরিয়ে দেয়ার লক্ষ্যে তারেক রহমান কাজ করছেন।’

আরও পড়ুন:

দলের মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা বিগত দিনে আন্দোলন করেছেন, রাজপথে থেকেছেন; গুম-মামলার শিকার হয়েছেন মনোনয়ন দেয়ার ক্ষেত্রে দল থেকে এ বিষয়গুলো বিবেচনা করা হবে। নেতাকর্মীদের প্রতি দলের নির্দেশনা, যাকে মনোনয়ন দেয়া হবে সবাই তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের বাইরে যদি কেউ প্রার্থী হন বা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেন দল থেকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আখাউড়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনগুলো এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, জেলা মহিলা দলের সভাপতি ইসমত আরা ও আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন আব্দু প্রমুখ।

ইএ