পোস্টাল ব্যালট ডিজাইনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান বিএনপির

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নজরুল ইসলাম খান
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নজরুল ইসলাম খান | ছবি: এখন টিভি
0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, পোস্টাল ব্যালটে বিএনপির প্রতীক ইচ্ছাকৃতভাবে মাঝখানে রাখা হয়েছে। যারা এর জন্য দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আজ (বুধবার, ১৪ জানুয়ারি) দলটির নির্বাচন পরিচালনা কার্যক্রমের অংশ হিসেবে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আগামীতে বিএনপি জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করবে বলে মন্তব্য করেছেন দলের শীর্ষস্থানীয় নেতারা।

নজরুল ইসলাম খান বলেন, ‘কতিপয় রাজনৈতিক দল ঢাকা ও ঢাকার বাইরে দরিদ্র ভোটারদের এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। এতে ভুয়া এনআইডি তৈরি করে জাল ভোট দেয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এটি অনৈতিক ও বেআইনি, সুষ্ঠু নির্বাচনের পথে প্রতিবন্ধকতা।’

বাহরাইনের মতো ওমানেও জামায়াত প্রার্থীর কাছে পোস্টাল ব্যালট পেপারের ছবি প্রকাশ পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন নজরুল ইসলাম খান। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।

নজরুল ইসলাম খান বলেন, ‘বিশেষ কিছু দলকে সুবিধা দেয়ার জন্য তাদের প্রতীক পোস্টাল ব্যালটের প্রথম লাইনে রাখা হয়েছে। কিন্তু বিএনপির প্রতীক ইচ্ছাকৃতভাবে মাঝখানে রাখা হয়েছে। যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ব্যালট পেপার পুনরায় সংশোধন করে ছাপানো উচিত। বাহরাইনের মতো ওমানেও জামায়াত প্রার্থীর কাছে পোস্টাল ব্যালট পেপারের ছবি প্রকাশ পেয়েছে। এটি উদ্বেগজনক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

এর আগে সকালে নয়াপল্টনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

আরও পড়ুন:

দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি জানান, নির্বাচন যেন পক্ষপাতমূলক না হয় সেজন্য কমিশনকে ব্যবস্থা নিতে হবে।

মির্জা আব্বাস বলেন, ‘কেউ মবোক্রেসি করার চেষ্টা করলে, তার দায় তাকেই নিতে হবে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে।’

এদিকে নিজ নির্বাচনি এলাকা পেকুয়ায় দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপি দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সাংবিধানিক অধিকার নিশ্চিতে কাজ করে। এছাড়া ঐকমত্যের ভিত্তিতে বিএনপি সংস্কারের উদ্যোগ নেবে বলেও মন্তব্য করেন তিনি।

সালাউদ্দিন আহমেদ বলেন, ‘বিএনপি রাজনীতি করে দেশ ও দেশের মানুষের জন্য। দেশের মানুষের শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য, আইনের শাসনের জন্য, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য, সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জন্য। এগুলো করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই ঐকমত্যের ভিত্তিতে বিএনপি কিছু সংস্কারের প্রস্তাব আমরা করেছে জাতীয়ভাবে। সেগুলো বিএনপি প্রতিপালন করবে।’

আরও পড়ুন:

এদিকে সন্ধ্যায় চট্টগ্রামের পতেঙ্গায় খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বিএনপি ক্ষমতায় গেলে অর্থনীতিতে গণতন্ত্র নিশ্চিত করবে।

আমির খসরু বলেন, ‘অন্য দলের সঙ্গে মতের বা আদর্শের পার্থক্য থাকলেও বিএনপি কারও সঙ্গে সংঘর্ষ সংঘাত চায় না, শান্তির রাজনীতি চাই আমরা।’

তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি খুব খারাপ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। দারিদ্র বেড়েছে, বেকারত্ব বেড়েছে। বিএনপি ক্ষমতায় গেলে অর্থনীতিতেও গণতন্ত্র নিশ্চিত করা হবে, সমতা নিশ্চিত করা হবে’

এছাড়া চাঁদাবাজ-মাস্তানদের কোনো জায়গা বিএনপিতে নেই বলেও জানান বিএনপির এ নেতা।

আমির খসরু বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে টাকা পাচারের রাজনীতি করবে না। মেগা প্রজেক্টের রাজনীতি করবে না। জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করবে। চাঁদাবাজি, মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান। এসব চাঁদাবাজ মাস্তানদের কোনো স্থান নেই দলে। এতে কিছু ভোট কমলেও বিএনপির জনপ্রিয়তা বা ভোট কমবে না।’

আগামীতে বিএনপি জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করবে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা।

এসএস