যারা বিএনপির বিরুদ্ধে জান্নাতের টিকেট বিক্রি করছে তাদেরই জান্নাত অনিশ্চিত: হাবিবুন্নবী

হাবিব উন নবী খান সোহেল
হাবিব উন নবী খান সোহেল | ছবি: সংগৃহীত
0

যারা বিএনপির বিরুদ্ধে কথা বলে জান্নাতের টিকেট বিক্রি করছে তাদেরই জান্নাতের ঠিক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল। আজ (শনিবার, ২৫ অক্টোবর) বিকেলে নাঙ্গলকোট উপজেলা হাসান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ মাঠে “রাজনীতিতে নারীর ভূমিকা, ক্ষমতায়ন ও সবার আগে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিবুন্নবী খান সোহেল বলেন, ‘একটি গোষ্ঠী ধর্মের দোহাই দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত শুধু বিএনপির বিরুদ্ধে গীবত করছে। ধর্মের কথা বলে ও জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ তাদের নিজেদের জান্নাতে যাওয়ার ঠিক নেই।’

তিনি বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা গত ১৬ বছর জেল খেটেছে, রক্ত দিয়েছে, গুম হয়েছে, জীবন দিয়েছে। তবুও জনগণকে ছেড়ে যায়নি। যেমন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে অসহায় বাঙালিকে ছেড়ে পাকিস্তান চলে যাননি। তেমনি ১৯৮৬ সালে এরশাদের সঙ্গে আপোষ করেননি আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। বরং তখন শেখ হাসিনা জামায়াতের সঙ্গে হাত মিলিয়েছিলেন। শুধু ১৯৮৬ নয়, ওয়ান ইলেভেনের সময়ও শেখ হাসিনার মতো আমাদের নেত্রী জনগণকে ফেলে বিদেশে পালিয়ে যাননি।’

আরও পড়ুন:

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক এমপি আবদুল গফুর ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু এবং আমেরিকা প্রবাসী বিএনপি নেতা ও স্টাডি অব বাংলাদেশি ন্যাশনালিজমের সভাপতি মামুনুর রশিদ মামুন।

এর আগে দিনব্যাপী শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন, কর্ম ও রাজনৈতিক আদর্শ নিয়ে সাধারণ জ্ঞান ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। “সবার আগে বাংলাদেশ” শ্লোগানে আয়োজিত এ প্রতিযোগিতায় নাঙ্গলকোট উপজেলার হাসান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ২৭টি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ হাজার শিক্ষার্থী অংশ নেয়।

দিনব্যাপী এ আয়োজনে ৩০০-এর বেশি বিজয়ী শিক্ষার্থীকে সার্টিফিকেট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ইএ