হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ডের অনাকাঙ্ক্ষিত ঘটনা ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ (রোববার, ১৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুরের একটি হোটেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
এ-সময় ফ্যাসিস্ট তোষামোদকারীদের সরকার খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে পারেনি তাই তারাই বিভিন্নভাবে অডিও ভিডিওতে নির্দেশনা পেয়ে এ কাজগুলো করছে বলেও অভিযোগ করেন সারজিস আলম।
বক্তব্যে এসব ঘটনার গুরুত্বসহকারে তদন্ত করা উচিৎ মন্তব্য করে সরকারের সুশীল মনোভাব বাদ দিয়ে যারা অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী করেন সারজিস আলম।