তিনি বলেন, ‘সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি জনগণের সকল ইস্যু নিয়ে কথা বলা উচিত।’
আওয়ামী লীগ পুরো নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলোকে মেরামত করতে হবে।’
তারেক রহমান বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সাথে জনগণের সমর্থন ছিল বলেই স্বৈরাচারের পতন সম্ভব হয়েছে।’
তিনি আরো বলেন, ‘জনগণ রাজনীতির বড় পুঁজি।’ এসময় জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলো কি করবে সে নিয়ে আলোচনার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘বিএনপি আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক বিচার চায়।’
তিনি বলেন, ‘বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেয়ার চেষ্টা সফল হবে না।’