‘আ.লীগ অনুতপ্ত হবে না, ছাত্র-জনতা তাদের বিরুদ্ধে আছে-থাকবে’

এখন জনপদে
রাজনীতি
0

জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার প্রক্রিয়ার চেষ্টার বিরুদ্ধে ছাত্র-জনতা দাঁড়িয়েছে ভবিষ্যতেও দাঁড়াবে। তিনি বলেন, 'আওয়ামী লীগ তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হবে না। তাদের মধ্যে ক্ষমা চাওয়ার মনোবৃত্তি সম্ভব নয়।'

আজ (শনিবার, ২২ মার্চ) ফেনীতে ২৪ এর গণ অভ্যুত্থানে নিহতদের স্বজন, আহতসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল উত্তর আলোচনায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'ছাত্ররা নির্বাচন যাবে তবে এখনই নয়। ছাত্ররা নির্বাচনে যাবে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে।'

ফেনী শহরের একটি মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে দলের ফেনী জেলা সংগঠক শাহ ওয়ালী উল্ল্যাহ মানিকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংগঠক মাহবুব আলমসহ চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ও স্থানীয় সংগঠকেরা

ইএ