নির্বাচন না দিলে কোনো সংস্কার টেকসই হবে না: তারেক রহমান

দেশে এখন
রাজনীতি
0

বিগত দেড় দশকে তরুণরা ভোট দিতে পারেনি। তাই সবার আগে ভোটের অধিকার নিশ্চিত করা জরুরি। নির্বাচন না দিলে কোনো সংস্কার টেকসই হবে না বলে জানান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ (শুক্রবার, ২১ মার্চ) সন্ধ্যায় ইস্কাটনে বিএনপি আয়োজিত পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। তিনি বলেন, 'সংস্কার কখনো শেষ হয় না এটি চলমান প্রক্রিয়া। যারা বলছে সংস্কার শেষে নির্বাচনের কথা তারা রাজনৈতিক চক্রান্ত করছে।'

এসময় তিনি নেতা কর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'বর্তমান পরিস্থিতিতে নেতা কর্মীদের কথা ও কাজে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।'

এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'সংস্কার ও এগিয়ে যাওয়ার পথে আবেগের মধ্যে কোন সিদ্ধান্ত নয়, বরং বাস্তববাদী হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে।'

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 'সংকট সমাধানের জন্য দ্রুত নির্বাচন দিতে হবে।'

ইএ