ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সাইবেরিয়ান ব্রিডের বিড়াল জেবুর বয়স প্রায় সাত বছর। এরইমধ্যে জেবুর জন্য পাসপোর্টসহ দেশে আনার প্রয়োজনীয় সব ধরনের আনুষ্ঠানিক অনুমোদন সম্পন্ন করা হয়েছে। ফলে নিশ্চিতভাবেই তারেক রহমান পরিবারের সদস্যদের সঙ্গে আদরের বিড়াল ‘জেবুকেও’ দেশে নিয়ে ফিরছেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানের ব্যস্ততার ফাঁকে পোষা বিড়ালের সঙ্গে খুনসুটি করার বিভিন্ন ছবি ও ভিডিও একাধিকবার ভাইরাল হয়েছে। প্রাণীর প্রতি তার ভালোবাসা নেটিজেনদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতেও জেবুর সঙ্গে কাটানো কিছু মুহূর্ত তিনি শেয়ার করেছেন, যা বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যেও বেশ সাড়া ফেলেছে। এভাবেই ‘জেবু’ নামটি রাজনৈতিক অঙ্গনের বাইরেও পরিচিতি পেয়েছে।
সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান তার পোষা প্রাণী ও প্রাণীপ্রেমের বিষয়টি তুলে ধরেন। হাসতে হাসতে তিনি জানান, বিড়ালটি মূলত তার মেয়ের হলেও বর্তমানে পরিবারের সবারই প্রিয় হয়ে উঠেছে। ওই সাক্ষাৎকারেই তিনি বিড়ালের নাম ‘জেবু’ বলে উল্লেখ করেন।
প্রাণীর প্রতি মমতা ও দায়িত্ববোধের প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। তাই প্রকৃতির প্রতিটি সৃষ্টির প্রতি সম্মান ও যত্ন নেয়া মানুষের দায়িত্ব।’ প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে মানুষের জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে বলেও তিনি মন্তব্য করেন।
সব মিলিয়ে, তারেক রহমানের দেশে ফেরার খবরে রাজনৈতিক আলোচনার পাশাপাশি ‘জেবু’ এখন নেটিজেনদের কৌতূহলের কেন্দ্রে।





