আজ (মঙ্গলবার, ৪ মার্চ) জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্যদিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করলো জুলাই গণঅভ্যুন্থানের নেতৃত্ব দেয়া ছাত্র-জনতাকে নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি।
দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শুধু সরকার পরিবর্তন নয়, শাসন কাঠামোসহ সাংবিধানিক পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে চায় তাদের দল। পাশাপাশি জুলাই গণহত্যার বিচারের মাধ্যমে আওয়ামী লীগের ফয়সালা দেশের মাটিতে হবে বলে জানান নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে দেখতে চাই। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতির ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে।’
এসময় রাষ্ট্র গঠনে দেশের মানুষের সমর্থন প্রত্যাশা করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
আখতার হোসেন বলেন, ‘সারাদেশ থেকে অনেক মানুষ আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন। অল্প সময়ের মধ্যে সারাদেশের জেলা ও উপজেলায় নাগরিক পার্টি তাদের কর্মপরিধি বাড়াতে পারবে বলে আমরা আশাবাদী।’
আরো পড়ুন:
পরে প্রায় কয়েকশ নেতা-কর্মী নিয়ে বাস যোগে সাভার থেকে রায়েরবাজার কবরস্থানে আসেন তারা। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবর ঘুরে ঘুরে দেখেন তারা। জিয়ারতের মধ্য দিয়ে শহীদদের জন্য দোয়া শেষে আগামীর সুন্দর বাংলাদেশের জন্য প্রার্থনা উঠে আসে তাদের কণ্ঠে।
নেতাদের বক্তব্যে উঠে আসে জুলাই হত্যাকাণ্ডের বিচারের জন্য প্রয়োজনে ট্রাইব্যুনাল বাড়ানোর কথা। এছাড়াও আগামী জাতীয় নির্বাচনের আগেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও তাদের।
এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘যেই খুনির নির্দেশে আমার এই ভাইগুলোকে হত্যা করা হলো সেই খুনির বিচার দেখা না পর্যন্ত কীভাবে এই বাংলাদেশে অন্য কিছুর চিন্তা করতে পারি।’
এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, শহীদদের পরিবারে বিচার দ্রুত সময়ে যদি না করা হয়, আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করা হয় এই কান্না ক্রোধে পরিণত হবে। এই সরকারের কাছ থেকে আমরা কোনো দৃশ্যমান বিচার দেখতে পাচ্ছি না।
এসময় জুলাই অভ্যুত্থানকে ধারণ করতেই জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান ও প্রকৃত গণতন্ত্র ফিরে আসতে পারে।