'বিকল্প কে? আমি, তুমি, আমরা' জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনের স্লোগান বাস্তবায়ন হয়েছে জাতীয় নাগরিক পার্টির আবির্ভাবে। নতুন আকাঙ্ক্ষা নিয়ে ঘোষিত এই রাজনৈতিক দলকে দেশের রাজনীতির মাঠে স্বাগত জানিয়েছে বিভিন্ন দল ও সংগঠন। দলটিকে স্বাগত জানিয়েছে বিএনপিও।
তবে নবগঠিত এনসিপির রাজনৈতিক দর্শন নিয়ে সন্দিহান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন; যারা গণপরিষদ, সেকেন্ড রিপাবলিক ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিষয় সামনে আনছে তারা দেশকে অগণতান্ত্রিক পথে ঠেলে দিতে চায়।
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, 'জিয়া একটা রাজনৈতিক দর্শন দিয়েছেন। আজকে অনেকে রাজনৈতিক দল করছেন। কালকে নতুন যারা দল করেছেন আমি তাদের ওখানে উপস্থিত ছিলাম। অনেক ভালো ভালো কথা তারা বলেছেন, কিন্তু রাজনৈতিক ফিলোসফি আমি পাইনি।'
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, 'যারা সেকেন্ড রিপাবলিকের ঘোষণাপত্র তাদের দলীয় ঘোষণাপত্রে লিখেছেন সেটা ওখানে থাক। যারা গণপরিষদের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে চান, সেটা আপনারা যখন পারবেন করবেন। কিন্তু বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের আর যেন কোনো বিলম্ব না হয় সেজন্য আমরা সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ রাখি এটাই আমাদের আহ্বান।'
নতুন রাজনৈতিক দল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এক অনুষ্ঠানে বক্তব্যে নতুন দলকে গণতন্ত্রের পক্ষে থাকার আহ্বান জানান বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
এদিকে আরেক সমাবেশে বিএনপির দুই জ্যেষ্ঠ নেতা জানান, যারা সরকারকে ব্যর্থ করতে চায় তারাই নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে। দেশ, জাতি ও জনগণকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বিএনপি নেতারা।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, 'যদি টালবাহানা করা হয়, বিশেষ কোনো উদ্দেশে, বিশেষ কোনো স্বার্থে, বিশেষ কোনো গোষ্ঠীর জন্য তাহলে দেশের জন্য যে পরিণতি আর পরিস্থিতি তৈরি হবে সেটা খুব একটা সুখকর হবে না।'
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, 'আমরা এ লড়াই জারি রাখবো যে পর্যন্ত নির্বাচনী শিডিউল ঘোষণা না হবে।'
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বুলি না আওরে চলতি মাসের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে গণতান্ত্রিক শক্তিগুলো বসে সিদ্ধান্ত নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন দেশের অন্যতম বড় দল বিএনপি নেতারা।