তিনি বলেন, 'সামনে নির্বাচন। সকলে দলের হয়ে কাজে নেমে পড়েন। দলে থেকে দলের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করবেন না। কেউ বিরুদ্ধে কাজ করলে সে দল থেকে ছিটকে পড়বেন। তারেক জিয়া দলে ঐক্য প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আপনারা সেই ঐক্য ধরে রাখুন।'
তিনি ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করে বলেন, 'বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে শেখ হাসিনা বহু চেষ্টা করেও সফল হয়নি। ফ্যাসিষ্ট হাসিনার নির্দেশে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে পয়োজনিং করে অসুস্থ বানিয়ে রাখা হয়েছিল। তার সুচিকিৎসা পর্যন্ত করতে দেয়নি শেখ হাসিনা। এখন সেই হাসিনাসহ তার চৌদ্দগুষ্টি পালিয়েছে। খুব দ্রুত তারেক রহমান ও খালেদা জিয়া দেশে ফিরে দলের দায়িত্ব নিবেন এবং ভোটের মাধ্যমে দেশ পরিচালনা করবেন।'
মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টনের সভাপতিত্বে জনসভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, জেলা বিএনপির সদস্য সচিব কামরুল হাসান, সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাসসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।





