'ন্যূনতম সংস্কারের আগে নির্বাচন দেয়া ঠিক হবে না'

এখন জনপদে
রাজনীতি
0

ন্যূনতম সংস্কারের আগে নির্বাচন দেয়া ঠিক হবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (সোমবার, ৩ ফেব্রুয়ারি) দুপুরে ফেনীর পরশুরামে গেল বন্যায় ভেঙে যাওয়া মুহুরী নদীর বাঁধ পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

জামায়াতের আমীর বলেন, 'ভবিষ্যতে এমন সরকার হোক, যারা গ্রাম থেকে শহর সব জায়গায় উন্নয়নের জন্য দায়বদ্ধ থাকবে।'

এসময় তিনি, ফেনীর মুহুরী নদী তীরে স্থায়ী বাঁধ নির্মাণে সরকারের প্রতি আহ্বান জানান।

ভারতের সমালোচনা করে জামাতের আমীর বলেন, 'কোনো দেশ নদীর বাঁধ কেটে অন্য দেশকে বিপদে ফেলার নজির নেই।'

বাঁধটি বন্যার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কেটে দিয়েছে বলে অভিযোগ রয়েছে। যার ফলে ফেনীসহ কয়েকটি এলাকা ভয়াবহ বন্যার কবলে পড়ে।

ইএ