তিনি বলেন, ‘তিনটি নির্বাচন আওয়ামী লীগ অবৈধভাবে করে ক্ষমতা দখল করে রেখেছিল। যারা নির্বাচনকে বিশ্বাস করে না, তাদের আবার কিসের নির্বাচন।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘আগামীতে আমরা চাই দ্রুত সংস্কার কাজ শেষ করে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে যার যার জায়গা চলে যাক। তবে দেশের মানুষের আমানত শ্বশুর বাড়ির নিয়ামত মনে করবেন না। দ্রুত সম্ভব সংস্কার করে সুষ্ঠু নির্বাচন দিবেন।'
তিনি বলেন, ‘বিগত অবৈধ আওয়ামী লীগ সরকার দেশ থেকে সাড়ে ১৫ বছরে ২৬ লাখ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। যা বাংলাদেশের বার্ষিক উন্নয়ন বাজেটের পাঁচ গুণ। তাই দেশের মানুষের প্রতিটি আমানত পাই পাই করে বুঝিয়ে দিবেন, চুরি করবেন না।’
নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. নূরুল ইসলামের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যক্ষ শাহাবুদ্দিন সহ কেন্দ্রীয়, বিভাগীয় এবং স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।