রিজার্ভ চুরির আগের তদন্তে সীমাহীন গাফিলতি, ৩ মাসে শেষ হবে নতুন তদন্ত: আসিফ নজরুল

0

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সিআইডির করা পূর্বের তদন্তে বড় গাফিলতির প্রমাণ পেয়েছে রিভিউ কমিটি। আগামী ৩ মাসের মধ্যে নতুন তদন্তের কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ (রোববার, ১৩ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিজার্ভ চুরির ঘটনায় জড়িতদের বিচার করতে ফরাস উদ্দিনের রিপোর্টের প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান গঠিত রিভিউ কমিটির প্রধান আসিফ নজরুল।

এদিকে আগামী জাতীয় নির্বাচনের আগেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তিনি। সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন। কোন পদ্ধতিতে প্রবাসীদের ভোটাধিকার দেয়া হবে তা নিয়ে আলোচনা চলছে।

প্রবাসীদের ভোটাধিকার দেয়ার বিষয়ে সরকার বদ্ধ পরিকর বলেও জানান আইন উপদেষ্টা।

তিনি বলেন, ‘মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মামলার চার্জশিট আজ তা দাখিল করা হবে। এর ৯০ দিনের মধ্যে শেষ করতে হবে তবে তার আগেই শেষ হবে।’

জুলাই হত্যার সাথে জড়িতদের এজহার ভুক্ত কেউ জামিন পাচ্ছেন না বলে জানান তিনি।

তিনি বলেন, ‘জামিন নেয়া অধিকাংশই উচ্চ আদালত থেকে জামিন নিচ্ছেন, যেখানে আইন মন্ত্রণালয়ের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই।’

এছাড়া এখন পর্যন্ত রাজনৈতিক হয়রানি মূলক ৭১৮৪ মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা।

ইএ