চলতি মাসের শেষেই জানা যাবে কে হচ্ছেন কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী। এরইমধ্যে নির্বাচনী আমেজ তুঙ্গে।
এই উৎসব একটু বেশিই ছুঁয়েছে টরন্টোর স্কারবোরো এলাকায় থাকা বাঙালিদের মাঝে। কারণ এই এলাকা থেকে এবারের নির্বাচনে প্রার্থী বাংলাদেশি চিকিৎসক ডা. এ এস এম নুরুল্লাহ তরুণ।
কানাডার কনজারভেটিভ দলীয় প্রার্থী ডা. এ এস এম নুরুল্লাহ তরুণ বলেন, 'আমার কাজকর্ম দিয়ে আমি আমার যে স্বপ্ন তুলে ধরেছিলাম, আমি খুবই খুশি যে আপনারা সেটা বুঝতে পেরেছেন। এখন আমি মৌখিকভাবে বলছি, আমার আপনাদের সমর্থন প্রয়োজন।'
স্কারবোরো সাউথ ওয়েস্টে কনজারভেটিভ পার্টির মনোনয়নে লড়ছেন ডা. তরুণ। নির্বাচনে তিনিই একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। কানাডার ইতিহাসে এই প্রথম কোন বাঙালি দেশটির ফেডারেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা নিয়ে উচ্ছ্বসিত কমিউনিটির মানুষ।
ডা. তরুণের জন্ম খুলনায়। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে গ্র্যাজুয়েশনের পর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে কাজ করেন। কানাডায় আসার আগ পর্যন্ত কর্মরত ছিলেন ঢাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে। কানাডায় ইউনিভার্সিটি অব ম্যানিটোবা থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি অর্জন করেন।
ডা. তরুণ কানাডার টরেন্টোতে ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে কর্মরত আছেন। চিকিৎসা সেবায় ইতোমধ্যে তিনি টরোন্টোর কমিউনিটিতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
তার বিপক্ষে লিবারেল পার্টি থেকে লড়ছেন বর্তমান প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার। আগামী ২৮ এপ্রিল ভোটগ্রহণ। ডাকযোগে আগাম ভোট শুরু হতে যাচ্ছে ২০ এপ্রিল থেকে।