আজ (বৃহস্পতিবার, ১০ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তারা।
দীর্ঘদিন ধরে গাজায় গণহত্যা ও বর্বরতার বিরুদ্ধে বিশ্বের শক্তিশালী দেশগুলোকে শক্ত অবস্থান নেয়ার দাবি জানান তারা।
এ সময় ওআইসি এবং জাতিসংঘের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। পাশাপাশি গাজায় মানবতা ও মানবাধিকার রক্ষায় বিশ্বের সব দেশকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানান তারা।
এ সময় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদের নামে অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড থেকে বিরত থাকারও আহ্বান জানান শিক্ষক নেতারা।