গাজায় গণহত্যা বন্ধের দাবি ঢাবি শিক্ষকদের

গাজায় গণহত্যা বন্ধের দাবি ঢাবি শিক্ষকদের | এখন
0

গাজা ও রাফায় চলমান গণহত্যা দ্রুত বন্ধ করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকবৃন্দ। আজ (মঙ্গলবার, ৮ এপ্রিল) সকালে গাজায় গণহত্যার প্রতিবাদে সাধারণ শিক্ষকদের ব্যানারে ঢাবির অপরাজেয় বাংলায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে এই দাবি জানান শিক্ষকরা।

প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন। এ সময় ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার তীব্র প্রতিবাদ জানান তারা।

তারা বলেন, ন্যূনতম মানবাধিকার পাচ্ছেন না গাজা ও রাফার মানুষ। ইসরায়েলের বর্বরতা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করেন তারা।

আরো পড়ুন:

এ সময় জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে দৃষ্টি আকর্ষণ করে, সংস্থাগুলোকে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

ইএ