ফিলিস্তিনে ইসরাইলি হামলা ও গণহত্যা বন্ধের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরাইলি হামলা ও গণহত্যা বন্ধের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ | এখন
0

ফিলিস্তিনে ইসরাইলি হামলা ও গণহত্যা বন্ধের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করছে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ সর্বস্তরের জনগণ।

ফিলিস্তিনে ইসরাইলি হামলা ও গণহত্যা বন্ধের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করছে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ সর্বস্তরের জনগণ।

এ প্রতিবাদে আজ (সোমবার, ৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এসময় হাতে নানা ধরনের প্ল্যাকার্ড পতাকা নিয়ে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সদর রোড। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল আকারে যোগদান করে এই বিক্ষোভ সমাবেশে।

আরো পড়ুন:

এতে অংশগ্রহণ করে নানা বয়সের মানুষ। এ সময় তারা বলেন, অনতিবিলম্বে বোমা মেরে শিশুদের হত্যাসহ ফিলিস্তিনে ইসরাইলি হামলা ও গণহত্যা দ্রুত সময়ের মধ্যে বন্ধ করতে হবে। দ্রুত বিচারের দাবিও জানান তারা।

এ বিষয়ে জাতিসংঘের প্রতি উদ্যোগ নেয়ার দাবিও জানান আন্দোলনকারীরা। এছাড়া ইসরাইলি পণ্য বয়কটের দাবিও জানান।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা ছাড়াও নানান শ্রেণি পেশার মানুষসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানের সকল ধরনের ক্লাস বর্জন করে তারা।

ইএ