'এবার ঈদে কোনো ভোগান্তি হবে না, পর্যাপ্ত যানবাহন রয়েছে'

দেশে এখন
0

ঘরমুখো মানুষের এবার ঈদে কোনো ভোগান্তি হবে না, সড়কে পর্যাপ্ত যানবাহন রয়েছে বলে জানিয়েছেন বিআরটিএর চেয়ারম্যান মো. ইয়াসিন। আজ (শুক্রবার, ২৮ মার্চ) সকালে রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ডে বিআরটিএর কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

বিআরটিএর চেয়ারম্যান বলেন, 'সড়ক, মহাসড়কে যানবাহনের বিশৃঙ্খলা কঠোরভাবে বন্ধ করা হচ্ছে। যানবাহনের কোনো ঘাটতি হবে না। ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে সার্বক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত করা হয়েছে।'

এছাড়া অতিরিক্ত ভাড়া নেয়া বন্ধে নজরদারির কথাও জানান তিনি। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও যত্রতত্র পার্কিং নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী।

এসএস