নওগাঁয় বাসচাপায় প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

সড়ক দুর্ঘটনাস্থল
সড়ক দুর্ঘটনাস্থল | ছবি: এখন টিভি
0

নওগাঁয় বাসচাপায় দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাঁপানিয়া তেঁতুলতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সদর উপজেলার একডালা পূর্বপাড়া গ্রামের এলিম শাহর ছেলে মোস্তফা সর্দার (৫৫)। তিনি পেশায় চালকল ব্যবসায়ী। আরেকজন পোরশা উপজেলার বাসিন্দা আব্দুল মালেক।

আরও পড়ুন:

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে মোটরসাইকেলযোগে হাঁপানিয়া থেকে নওগাঁ শহরের পথে যাচ্ছিলেন মোস্তফা ও মালেক। পথিমধ্যে তেঁতুলতলা এলাকায় পৌঁছাল নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বিআরটিসি বাস অপর একটি বাসকে ওভারটেকিং করছিল। এসময় বিআরটিসি বাসটি মোটরসাইকেল আরোহীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোস্তফা ও মালেক।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’

এসএস