সিংগাইরের সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

সিংগাইর থানা
সিংগাইর থানা | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জের সিংগাইরে সড়ক দুর্ঘটনায় জাহিদ ইবনে জামান (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হেমায়েতপুর–সিংগাইর–মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকার নিউ ফিলিং স্টেশনের পূর্ব পাশে খান মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মানিকগঞ্জের সিংগাইরে সড়ক দুর্ঘটনায় জাহিদ ইবনে জামান (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হেমায়েতপুর–সিংগাইর–মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকার নিউ ফিলিং স্টেশনের পূর্ব পাশে খান মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ ইবনে জামান মানিকগঞ্জ সদর উপজেলার জুকুরিয়া গ্রামের জামান মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, মানিকগঞ্জ থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা শিশুটি ছিটকে সড়কে পড়ে যায়। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাকা শিশুটির মাথার ওপর উঠে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন:

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ক্ষুব্ধ স্থানীয়রা কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ করে দিলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ট্রাক ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এসএস