ঈদযাত্রায় যানজট আর দুর্ভোগে বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কটি। যানজট ও দুর্ভোগ কমাতে অন্যবারের এবারও নেয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ।
যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের ৬৫ কিলোমিটার অংশে দায়িত্ব পালন করবেন সাড়ে ৭শ' পুলিশ সদস্য। তবে, যমুনা সেতু টোল প্লাজায় ধীরগতির কারণে দীর্ঘ ভোগান্তির শঙ্কা চালক ও যাত্রীদের।
এদিকে, ঈদ যতই ঘনিয়ে আসছে ঢাকা-সিলেট মহাসড়কেও বাড়ছে গাড়ির চাপ। এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানজটপ্রবণ পয়েন্ট চিহ্নিত করে এসব স্থানে পুলিশের সাথে দায়িত্ব পালন করবেন স্কাউটের সদস্যরা।
এছাড়া উত্তরের প্রবেশ দ্বার সিরাজগঞ্জ অংশে গাড়ির চাপ বাড়লেও এখনও যানজট নেই।