দেশের রাজনীতিতে সংস্কার, নির্বাচন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক আলোচনার তৃতীয় দিনে বিএনপি ও এনসিপি তাদের লিখিত মতামত জমা দেয়।
আজ (রোববার, ২৩ মার্চ) দুপুর ১ টার দিকে ঐকমত্য কমিশনে বিএনপি তাদের মতামত জমা দেয়। সংবিধানের প্রস্তাবনা পরিবর্তনের সুপারিশের বিরোধিতা করছে দলটি। রাষ্ট্রের নাম পরিবর্তনেরও তারা না বলেছে। ১৯৭১ ও ২৪ কে এক কাতারে আনা সমুচিত বলেও মনে করছেনা বিএনপি। জাতীয় নির্বাচনের আগে কোনো গণভোটের সুযোগ প্রয়োজন নেই বলেও মনে করছে তারা।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ‘সংবিধানের স্প্রেডশীটের প্রথমেই যেটা থাকা উচিত ছিল সেটা প্রস্তাবনা তা তারা উল্লেখ করে নাই। যেটা ১ নাম্বারে থাকা উচিত ছিল। সেটা পুরোপুরি সংশোধন বা পরিবর্তনের একটা প্রস্তাব আছে। যেখানে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে এক কাতারে নেয়া আসা হয়েছে। এইটা আনা আমরা উচিত মনে করি না।’
দুপুর ২ টার পরে জাতীয় সংস্কার কমিশনে মতামত নিয়ে আসে এনসিপি। জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬ টি প্রস্তাবের মধ্য ১১৩ টিতে একমত, ২৯ টিতে আংশিক একমত ও ২২ টিতে একমত হয়নি এনসিপি। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান বাতিলের দাবি তাদের।
যে সুপারিশগুলো সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয় সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব বলে মনে নতুন রাজনৈতিক দলটি। অন্তর্বর্তী সরকার হতে হবে নির্বাচনকালীন। মেয়াদ হবে ৭০ থেকে ৭৫ দিন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘যেগুলো গুরত্বপূর্ণ কিন্তু ঐকমত্যের সাথে মিল না থাকায় বাদ পড়ে যাচ্ছে। এইগুলো যে জুলাই চার্টারে আসবে না সেগুলোর ব্যাপারে কমিশন কী ভাবছে এইটা আমরা তাদের কাছে জানতে চেয়েছি।’
ভুল বোঝাবুঝি হতে পারে এই আশঙ্কায় জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবে মতামত দেয়নি সিপিবি।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘অনেকগুলো প্রস্তাবের সাথে আমরা মৌলিকভাবে দ্বিমত পোষণ করি। এই কাজগুলো করার উপযুক্ত পদ্ধতি ঠিক চিহ্ন দেয়া নয়।
এর আগে সকালে জাতীয় সংস্কার কমিশনের ১৬৬ টি সংস্কার প্রস্তাবের মধ্যে ১৫১ টিতে একমতের কথা জানায় রাষ্ট্রসংস্কার আন্দোলন। এছাড়া ৫ টিতে পুরোপুরি দ্বিমত ও ১০ টিতে আংশিক দ্বিমত করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। জাতীয় ঐকমত্য কমিশনের চিঠি পাওয়া ৩৮ টি দলের মধ্যে ১৬টি দল এখন পর্যন্ত তাদের মতামত দিয়েছে।