আজ (শনিবার, ২২ মার্চ) বিকেলে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রাজধানীর পুরান পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়।
এসময় ট্রাফিক সহায়তাকারীরা নানা প্রস্তাব তুলে ধরে। পৃথিবীতে এমন ঘটনা বিরল উল্লেখ করে জাতির দুর্দিনে ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তা করায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।
তিনি জানান, আরো ট্রাফিক সহায়তাকারীদের আরো দক্ষ করার জন্য বড় আকারের প্রকল্প নেয়ার কথা জানান তিনি।