সরেজমিনে, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম বাজারে কর সেবা কর্মসূচি চলছে। করদাতার সংখ্যা বাড়ানো ও রাজস্ব আদায়কে গতিশীল করতে কর কর্মকর্তারা দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের কর সংক্রান্ত নানা দিক বুঝিয়ে দিচ্ছেন। তারা টিআইএন (ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর) নিবন্ধন, আয়কর রিটার্ন দাখিল ও সার্টিফিকেট প্রদানসহ নানা সেবা দিচ্ছেন।
ব্যবসায়ীরা বলছেন, এ উদ্যোগ তাদের জন্য সময়োপযোগী। অনেকে কর দিতে আগ্রহী হলেও কর অফিসে গিয়ে দীর্ঘ প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার ভয়ে পিছিয়ে থাকতেন। এখন সেই জটিলতা অনেকটাই দূর হচ্ছে।
চারিগ্রাম বাজারের হাজী জুয়েলার্সের ম্যানেজার মুমিন জানান, আগে আয়কর রিটার্ন দাখিলের জন্য মানিকগঞ্জ শহরে যেতে হতো। আইনজীবীদের মাধ্যমে কাজ করাতে সময় ও অতিরিক্ত অর্থ ব্যয় হতো। এখন কর কর্মকর্তারা সরাসরি এসে সহযোগিতা করছেন, যা তাদের জন্য সুবিধাজনক।
নতুন করদাতা হিসেবে অনুভূতি প্রকাশ করেন জুয়েলারি ব্যবসায়ী মো. মনির সিকদার। তিনি বলেন, ‘আমি নতুন ব্যবসা শুরু করেছি। আয়কর সংক্রান্ত কোনো ধারণা ছিল না। সবসময় মনে হতো বিষয়টি জটিল। কিন্তু কর কর্মকর্তারা সহজভাবে বুঝিয়ে দেওয়ায় এখন আর সমস্যা মনে হচ্ছে না। আজই আমি টিআইএন নিবন্ধন করেছি।’
এছাড়া কাপড় ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, ‘আগে কর পরিশোধকে জটিল মনে হতো, তাই এড়িয়ে যেতাম। এখন কর কর্মকর্তারা সরাসরি সহযোগিতা করায় আমরা কর প্রদানে উৎসাহিত হচ্ছি। এ উদ্যোগ প্রশংসনীয়।’
চারিগ্রাম জুয়েলারি মালিক সমিতির সভাপতি ফরিদ হোসেন দেওয়ান জানান, বাজারে ৬২টি জুয়েলার্সের দোকান রয়েছে। অনেক ব্যবসায়ী রিটার্ন দাখিলের প্রক্রিয়াকে জটিল মনে করতেন, ফলে সময়মত কর পরিশোধ করতেন না। তবে মাঠ পর্যায়ে সরাসরি সেবা পাওয়ায় তারা এখন বেশি আগ্রহী হচ্ছেন। কর বিভাগকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
কর সার্কেল-৫৪৯-এর অতিরিক্ত সহকারী কর কমিশনার আবুল হোসেন বলেন, ‘অনেক করদাতা কর দিতে চান, কিন্তু জটিলতার কারণে পিছিয়ে থাকেন। এবার সে সমস্যা দূর করতেই আমরা জনগণের কাছে যাচ্ছি। জেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কর সেবা প্রদান করা হবে। নতুন করদাতাদের নিবন্ধন, আয়কর রিটার্ন দাখিল ও জমার প্রক্রিয়া সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
আয়কর বিভাগ মনে করছে, মাঠ পর্যায়ের এ উদ্যোগের ফলে রাজস্ব আদায় বাড়বে এবং করদাতার সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
এ সময় যুগ্ম কর কমিশনার মোসাম্মৎ মাকসুদা ইসলাম, অতিরিক্ত সহকারী কর কমিশনার মো. মাহবুবুর রহমান, সৈয়দ এ কে এম কুদরত-ই-রব্বানী, কর পরিদর্শক মো. শহিদুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, নাজমুল আলম, সহকারী রাজস্ব কর্মকর্তা মো. তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।