প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টা ৫২ মিনিটের দিকে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। মুহূর্তেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় সড়কটি। এতে পথচারী ও যানবাহন চলাচলে সাময়িক স্থবিরতা সৃষ্টি হয়।
আরও পড়ুন:
মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে একটি ককটেল বিস্ফোরণের সত্যতা পাওয়া গেছে। তবে কেউ হতাহত হয়নি। নিকটবর্তী সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ চলছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
ঘটনার পর এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।




