এর আগে বিকাল ৪টা ৫০ মিনিটে শহিদ রফিক সড়কের আইনজীবী সমিতির দুই নম্বর ভবনের সামনে প্রথম ককটেলটি বিস্ফোরিত হয়। হঠাৎ বিকট শব্দে আশপাশের লোকজন দৌড়ে নিরাপদ স্থানে চলে যায়।
আরও পড়ুন:
ঘটনার বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘দুই স্থানের ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
পৃথক দুই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও শহরের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছেন।





