চারদিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব

.
দেশে এখন
0

চারদিনের সফর শেষে আজ (রোববার, ১ মার্চ) ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আজ সকাল ৯টা ৫৫ মিনিটে শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

এর আগে গেল বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে জাতিসংঘের মহাসচিব শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। সফরের দ্বিতীয় দিনে গেল শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন গুতেরেস।

আরো পড়ুন: 'ড. ইউনূসের নেতৃত্বে সুশাসন ও গণতন্ত্রে আশার সঞ্চার হয়েছে'

লাখো রোহিঙ্গাদের সাথে ইফতারেও অংশ নেন। সফরের তৃতীয় দিনে শনিবার সকালে জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সাথে একটি বৈঠকে অংশ নেন।

আরো পড়ুন: সংস্কার, নির্বাচন ও ড. ইউনূসকে নিয়ে যা বললেন জাতিসংঘ মহাসচিব

এরপর দুপুরে রাজনৈতিক দলগুলোকে নিয়ে গোলটেবিল বৈঠক করেন তিনি। পরে তরুণ সমাজের প্রতিনিধিদের সাথেও বৈঠক করেন।

ইএ